ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

আবু সাঈদের কবরের পাশে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যাত্রা শুরু

আবু সাঈদের কবরের পাশে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যাত্রা শুরু, ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি : আবু সাঈদের কবর জিয়ারত ও শপথ পাঠের মাধ্যমে যাত্রা শুরু করেছে রাষ্ট্র্র সংস্কার ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত ও শপথ পাঠের মাধ্যমে যাত্রা শুরু করেছে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

৪৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের ছাত্র সংগঠন।

এ সময় হাসনাত কাইয়ূম বলেন, আবু সাঈদ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন এবং আবু সাঈদের পথ ধরে শত শত তরুণ আত্মাহুতি দিয়েছেন; রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন সেই জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে কাজ করবে। বাংলাদেশে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারা যাতে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো ব্যবহার করতে না পারে, সে জন্য রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারের দাবি তোলেন হাসনাত কাইয়ূম।
রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনে মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ বলেন, আজ শপথ নেওয়ার মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ছাত্রসংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।

আরও পড়ুন

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আল মাসুদ, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাসনা আক্তার, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহসম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলম, এনামুল হাসান, মিজানুর রহমান, শাকিল আহমেদ ও শেখ মারিয়া।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি