হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি রেল স্টেশনে ভারত থেকে ৪০ ট্যাংক চিটাগুড় আমদানি করা হয়েছে। ৪০টি ট্যাংকে (বিটিপিএন) ১ হাজার ৩শ’ ৭৫ মেট্রিকটন চিটাগুড় এসেছে এই স্টেশনে। যা থেকে ভাড়া বাবদ সরকার পেয়েছে ৯লাখ ৬হাজার ১শ’ ২৫ টাকা। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
তপন কুমার বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল হয়ে ৪০টি চিটাগুড়ের বিটিপিএন (ট্যাংক) হিলি রেলস্টেশনে এসে পৌঁছে। ৪০টি ট্যাংকে ১হাজার ৩শ’ ৭৫ মেট্রিকটন চিটাগুড় আমদানি হয়েছে। যা থেকে ভাড়া সরকার পেয়েছে ৯ লাখ ৬ হাজার ১শ’ ২৫ টাকা।
তিনি আরও বলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনারুল হক এই চিটাগুড়গুলো ভারত থেকে আমদানি করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।