বগুড়া সদর ইউএনও’র বিরুদ্ধে নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করার অভিযোগ !

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৭:২০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৭:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

বগুড়া সদর উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী (নৈশপ্রহরী) আলমগীর শেখকে (৪৫) পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল তাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত আলমগীর শেখকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।


জানাগেছে, স্ত্রীর সঙ্গে আলমগীর শেখের পারিবারিক কলহ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এ কারণে আলমগীর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বুধবার (২১ সেপ্টেম্বর) আলমগীরের স্ত্রী শহিদা বেগম উপজেলা পরিষদে গিয়ে স্বামীর খোঁজ করেন। স্বামীকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করে পারিবারিক কলহের বিষয়টি অবহিত করেন এবং স্বামীর বিরুদ্ধে নালিশ করেন।


আলমগীরের জামাতা মাসুদ ও মেয়ে লোপা খাতুন অভিযোগ করে বলেন, ইউএনও অভিযোগ যাচাই বাছাই না করেই বৃহস্পতিবার সন্ধ্যার পর দেহরক্ষীদের মাধ্যমে আলমগীরকে মারধর করেন। এরপর আলমগীর উপজেলা পরিষদের মসজিদের সামনে রাস্তায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সেখানে ভীড় জমান।


বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক বলেন, তার গাড়িতে করেই তার কর্মচারীরা আলমগীরকে ওই হাসপাতালে নিয়ে যায়। আলমগীর শেখ উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের নৈশ প্রহরী। 


এ ঘটনার বিষয়ে জানার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পালের সঙ্গে আজ রাত ৯.৪৯ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়