আজ রাত সাড়ে ৯টার দিকে বগুড়া আজিজুল হক কলেজ নতুন ভবন ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়া বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই রুবেল জানিয়েছেন, জেলা ছাত্রলীগের নয়া কমিটির সদস্যরা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দেয়ার জন্য কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে পদবঞ্চিত ছাত্রলীগের অপর অংশের সদস্যরা নয়া কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের ওপর হামলা করে।
এ সময় ১৫ - ২০ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সেই সাথে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । ছাত্রলীগের দুই গ্রুপই ক্যাম্পাসে অবস্থান করছে। পরিস্থিতি থমথমে। আবারো যে কোন সময়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগ নেতা আতিক ও শিশুসহ ১০-১২ জন আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।