মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে কলেজ পড়ুয়া নুপুর আক্তার (২০) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার মাঝিহট্ট গ্রামের মাহমুদুল হকের মেয়ে এবং বগুড়ার নামুজা ডিগ্রি কলেজের ছাত্রী।
পরিবারিক সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টায় তার শয়ন ঘরের বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিে সে আত্মহত্যা করেছে। মোবাইল ফোন চালানো নিয়ে নুপুরের মা বকাবকি করেন। এতে করে সে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে।
শিবগঞ্জ থানার ওসি মুঞ্জুরুল আলম জানান, মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।