উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো ধানের বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। চারা রোপণের আগেই শীত ও কুয়াশা বীজতলার জন্য হুমকি হয়ে পড়েছে।
এই অবস্থায় চিন্তায় পড়েছেন কৃষকরা। এতে ব্যাহত হতে পাড়ে বোরো চাষের আবাদ। তবে কৃষি অফিস বলছে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পৌর শহরের নারিকেল বাড়ি, রামদাস ধনিরাম, গুনাইগাছ ইউনিয়নের মহিদেব, কাঁঠালবাড়ী, চার গাবেরতল, থেতরাই ইউনিয়নের হারুনেফরা, সাতদরগাসহ বিভিন্ন ইউনিয়নে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৩৫০ হেক্টর, বীজতলা করা হয়েছে ১ হাজার ৪৪০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ১ হাজার ৮৫ হেক্টর জমিতে রোপণ হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা তুহিন মিয়া জানান, আজ সোমবার (২৩ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনের মধ্য তাপমাত্রা বাড়তে পারে।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, কৃষকরা বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুদিন থেকে কুয়াশা ও শীত বেড়েছে তবে বীজতলার খুব বেশি ক্ষতি হয়নি। এখনও সময় আছে আবহাওয়া পরিবর্তন হলে এই সমস্যার সমাধান হবে। কৃষকদের বীজতলা রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা, রাতে পানি জমিয়ে রেখে সকালে নিষ্কাশন করে দেয়া ও গভীর নলকূপ দিয়ে পুন:রায় পানি সেচ দেয়াসহ বিভিন্ন প্রকার পরামর্শ দেয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।