রংপুর জেলা প্রতিনিধি: রমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই বদলি হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান। আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
বদলির আদেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসানকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগে পদায়ন করা হয়। আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য ডা. শরিফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে এক বছর আগে যোগদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।