তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল করিম ৩ দিনের ব্যবধানে ২টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। সেই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীদের বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বারুহাস ইউনিয়নের বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেন। তিনি গত শুক্রবারে সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির অপর এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘পরিবর্তনের’ রোকসানা রুপা ও ‘গণ উন্নয়ন কেন্দ্রের’ সুমন আহম্মেদ ও অরবিন্দ বর্মন বাল্যবিয়ের তথ্যদিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করেন।
রোকসান বলেন, কাজিপুর উপজেরার সোনামুখী ইউনিয়নের হাজরাটি গ্রামের শ্যাম বাদ্যকরের সঙ্গে ওই স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। পরে আমরা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারক বিষয়টি জানাই।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। সেই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীদের বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।