স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ আসনের উপ.নির্বাচন জমে উঠলেও জ‘না কয়েক জন প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের মাঠে দেখা যাচ্ছেনা। বিএনপি অধ্যুষিত এই আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকায় জয়ের সুবর্ণ সুযোগ ভেবে ৫ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়ের শেষ সুযোগ মনে করে মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনী প্রচারনার মাঠে নেই অনেকেই। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের উপ নির্বাচন। উপ-নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি এই আসনের জন্য ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই বাছাইয়ে ২ জন বাদ যাওয়ার পর বর্তমানে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর প্রচার প্রচারনায় এগিয়ে আছেন। তার পর রয়েছেন জাসদ মনোনীত প্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন আব্দুল মান্নান আকন্দ এবং সরকার বাদল এর পরই রয়েছেন মাসুদার রহমান হেলাল। আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের প্রচার প্রচারনা রাজপথে চোখে না পড়লেও সামাজিক প্রচার মাধ্যমে তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ট্রল হচ্ছে ব্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রার্থীতার কথা ছড়িয়ে পড়লেও বাস্তবে রাজপথে তার প্রচার প্রচারনা খুবই কম।
আর অন্য অনেক প্রার্থীর পোস্টারও চোখে পড়ছেনা। ফলে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও জ‘না কয়েক প্রার্থীরে প্রচার প্রচারনা ঘুরে ফিরে চোখে পড়ছে। তবে প্রচার প্রচারনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু ।
সোমবার (২৩ জানুয়ারি) বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে গুরুত্বপূর্ন প্রার্থীরা তাদের কর্মীদের মাঠে নামিয়েছেন। তারা নারীকর্মীদের দলবদ্ধ ভাবে মাঠে নামিয়েছেন। যে বাড়িতে বা এলাকায় যাচ্ছেন সেখানে দলবদ্ধভাবে যাচ্ছেন।
এই নির্বাচনে জয় পরাজয় যারই হোক বিশেষ আলোচনায় রয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে হিরো আলমকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে প্রায় প্রতিদিন। তবে মাঠের প্রচারনায় তিনি নাই বললেই চলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।