কাউনিয়ায় প্রসাধনী ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩, ০৩:৩০ দুপুর
আপডেট: জানুয়ারী ২৪, ২০২৩, ০৩:৩০ দুপুর
আমাদেরকে ফলো করুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় মানসিক অশান্তির কারণে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক প্রসাধনী ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ ব্যাপারে রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। আব্দুর রাজ্জাক টেপামধুপুর রাজিব গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং তার মধুপুর কারবালা বাজারে প্রসাধনী (কসমেটিক) ব্যবসায়ী।  

পারিবারিক সূত্র জানায়, আব্দুর রাজ্জাক শনিবার সকালে নিজ বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্ঠা করে। পরিবারের লোকজন বিষ পানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুর রাজ্জাক।

নিহত রাজ্জাকের ভাতিজা দুলু মিয়া জানান, করোনার সময় দীর্ঘদিন প্রসাধনী দোকান বন্ধ থাকায় তার চাচা রাজ্জাক আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋনের কারণে তিনি মানসিক অশান্তিত ভুগছিলেন। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নিহতের স্বজনের ভাষ্যমতে আব্দুর রাজ্জাক ঋণের কারণে মানসিক অশান্তিতে বিষ খেয়ে আত্মহত্যা করে। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়