লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট: জানুয়ারী ২৪, ২০২৩, ০৮:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্যালোইঞ্জিন চালিত মাটি বোঝাই ট্রাক্টরের (কুত্তাগাড়ি) চাপায় রাহি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দিয়ারপাড়া গ্রামের রায়পুর-ওয়ালিয়া পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

রাহি ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় গাড়ি ও তার চালককে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে রাহি তার ছোট বাইসাইকেলে চরে বেড়াচ্ছিলো। এসময় পিছন দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, ওই শিশুর প্রাথমিক সুরতাহাল করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়