স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। রিপু নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নয় সাধারণ মানুষের এমপি হয়ে থাকবেন।
শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের যে জোয়ার, সেই উন্নয়নের জোয়ারে বগুড়াও পিছিয়ে থাকবে না। ঢাকা থেকে বগুড়া হয়ে পঞ্চগড় পর্যন্ত চারলেনের কাজ ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে। তাছাড়া বগুড়া বিমানবন্দর, ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়ায় রেললাইন নির্মাণ, বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ববিদ্যালয় তৈরিতে বিলম্ব হবে না।
তিনি আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকার পক্ষে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বগুড়াবাসীর ভোটে নির্বাচিত হয়ে বিএনপি’র মাত্র কয়েকজন এমপি সরকার উচ্ছেদের উদ্দেশ্য পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের মেয়াদ মাত্র ১১ মাস বাঁকি থাকতে পদত্যাগ করে তারা বগুড়াবাসীর ওপর উপ-নির্বাচন চাপিয়ে দিয়েছে।
ফলে বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিতভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, উপ-নির্বাচনে নৌকার প্রার্থী রিপু পরীক্ষিত ছাত্রনেতা থেকে আজকের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্য বলেন, আপনারা ২০১২-১৩ সালে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস উপেক্ষা করে যেভাবে দেশের অর্থনীতি সচল রেখেছেন ঠিক সেইভাবে বগুড়ার উন্নয়ন সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগ নেতা এড. জাকির হোসেন নবাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।