দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আকন্দ (৭৩) প্রতিবেশীর হাতে প্রহৃত হয়ে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাঝিন্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আকন্দের সাথে প্রতিবেশি মোজাহার হোসেন ও তার ছেলে জিল্লুর রহমানের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। স্থানীয় ভাবে তা মিমাংসাও হয়।
এদিকে ঘটনার দিন গত সোমবার সকালে বীরমুক্তিযোদ্ধার পুত্রবধূ গরুর মুত্র পাশের পুকুরে ফেলে দেয়ায় প্রতিবেশি মোজাহার হোসেন ও তার ছেলে জিল্লুর রহমান ছেলে ও ছেলের বউয়ের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে ওঠে। বিষয়টি জানতে পেরে বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আকন্দ ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে তারা বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আকন্দকে লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি আলোচনায় এলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউএনও সুমন জিহাদী বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনাটির ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের কাছে তাৎক্ষণিকভাবে জবাবও চান। একই সাথে তিনি জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ করা হয়নি। বিষয়টি আইন-শৃঙ্খলা কমিটির আলোচনায় আসায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন মন্ডলের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।