প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩, ১০:৩১ রাত
আপডেট: জানুয়ারী ২৪, ২০২৩, ১০:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

লালমনিরহাট প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক হয়েছে। বাংলাদেশর মানুষ আর অন্ধকারে যাবে না, বাংলাদেশের মানুষ আর কখনো জঙ্গিবাদকে সমর্থনও দেবে না। জঙ্গিদমনে র‌্যাব প্রসংশনীয় ভূমিকা পালন করছে। আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে র‌্যাব-১৩, রংপুরের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, আমাদের একটাই টার্গেট, বর্ডার কিলিং বন্ধ করা। ভারত সরকারও সেদিক থেকে আন্তরিক। বিজিবি-বিএসএফ প্রতিনিয়ত এ নিয়ে মিটিংয়ে বসে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সীমান্ত হত্যা বন্ধ করতে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী ‘তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায় ৬ হাজার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কামরুল হাসান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম’সহ রংপুর ও লালমনিরহাট জেলার উচ্চ পদস্থ কর্মকর্তা এবং র‌্যাব-১৩, রংপুরের অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়