নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১৪ দল মনোনীত ও মশাল মার্কার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের পক্ষে নন্দীগ্রামে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্নস্থানে মশাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগসহ পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। পথসভায় তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে রুখতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মশালের পক্ষে কাজ করছেন। মশাল প্রতীকে ভোট দেয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ ভোটারদের প্রতি আহবান জানান রানা।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ, ফিরোজ কামাল ফারুক, সানোয়ার হোসেন মিলন, সুজন প্রামানিক, রেজাউল করিম, মখলেছুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা গামা, আবু নোমান, ইব্রাহিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আবু রায়হান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।