সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসমা খাতুনকে (৪৮) আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আসমা খাতুন জেলার সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের আছির উদ্দিন সেখের মেয়ে ও শাহিন সেখের স্ত্রী।
আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি রওশন আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিঃ) ওয়াদুদ আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমা খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।