আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উথরাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (২৭), ছাতিয়ানগ্রাম হারদামপাড়ার অপো প্রামানিকের ছেলে বাবলু ওরফে বাবু (৫৫) ও ঘোষপাড়ার বেলালের ছেলে নাগর (২৭)। এ ঘটনায় থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানান, গত মঙ্গলাবার রাতে মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এমদাদুল হকের নিকট থেকে এক গ্রাম হেরোইন ও অপর মাদককারবারি বাবলু ওরফে বাবু ও নাগর-এর নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ বুধবার (২৫ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।