হলে ঢুকে হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৩, ০৭:২৩ বিকাল
আপডেট: জানুয়ারী ২৫, ২০২৩, ০৭:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে কুপিয়ে জখমের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার। তারা সবাই ববি ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে আছেন। এছাড়া বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বুধবার সকালে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়