মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগে একজনসহ ৭ জন গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৩, ০৮:৪৫ রাত
আপডেট: জানুয়ারী ২৫, ২০২৩, ০৮:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়ায় বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আকন্দকে (৭৩) মারপিটের ঘটনায় গত মঙ্গলবার রাতে জিল্লুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে গোবিন্দপুর ইউনিয়নের মাঝিন্দা গ্রামের মোজাহার আলীর ছেলে।

অপরদিকে একই রাতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া পালপাড়া এলাকা থেকে পালপাড়ার আফাজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলামকে (৩০)  ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। পূর্ববোড়াই একটি দোকানের পশ্চিমপাশে বাঁশঝাড়ের মধ্যে জাঙ্গালপাড়া গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে ইমরান খন্দকার (২৫), সহিদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২২), বগুড়ায় তদন্তপ্রাপ্ত সন্দিহাল আসামি গোবিন্দপুর চাঁন্দাইল গ্রামের রমজান আলীর ছেলে নাইম ইসলাম (২০) ও আসামুদ্দিনের ছেলে খোরশেদ আলমকে (৩৭) গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে মাদক সেবনের বিশেষ পাইপ, গ্যাস লাইটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই রাতেই তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়াও তালোড়া রেলস্টেশন থেকে সন্দেহজনক জয়পুরহাটের আক্কেলপুর থানার রকিন্দ্রপুর রেল কলোনির মৃত রহিম উদ্দীনের ছেলে জিয়াকে (৩৫) গ্রেফতার করেছে।

থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার (২৫ জানুয়ারি) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়