সংবাদ সম্মেলনে পাঁচ কাউন্সিলর

রাজশাহীর কেশরহাট পৌর মেয়রের বিরুদ্ধে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৩, ০৯:৫১ রাত
আপডেট: জানুয়ারী ২৫, ২০২৩, ০৯:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামানের বিরুদ্ধে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছেন একই পৌরসভার ৫ কাউন্সিলর। আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার, ১নং ওয়ার্ড  কাউন্সিলর একরামুল হক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আসলাম হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ছাবের আলী ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। কাউন্সিলররা অভিযোগ করেন, পৌরসভার মেয়র শহিদুজ্জামান ৭ বছরে প্রায় ৭ কোটি টাকা আত্মসাত করেছেন।

এডিপির অর্থায়নে কেশরহাট পৌরসভায় প্রতি অর্থ বছরে ৭৮ থেকে ৮৬ লাখ টাকা বরাদ্দ হয়। সে অর্থ পৌরসভার আর্থ সামাজিক উন্নয়নে টেন্ডারের মাধ্যমে ব্যয় হওয়ার কথা থাকলেও মেয়র নাম মাত্র কোটেশন দেখিয়ে ইচ্ছেমত বিল ভাউচার বানিয়ে তা আত্মসাৎ করেন। রাজশাহী-নওগাঁ মহাসড়ক ঘেঁষে বাজার কেশরহাট থেকে প্রতি বছর ১ কোটি টাকার বেশি ইজারা মূল্য আদায়সহ, ভূমি কর, রেজিস্ট্রি অফিস ও হোল্ডিং ট্যাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ নামে বেনামে বিভিন্ন বিল ভাউচার ব্যবহার করে মেয়র আত্মসাৎ করেছেন।

কাউন্সিলররা অভিযোগ করে বলেন, কেশরহাট উন্নয়নে ও রাজস্ব আয় বাড়ানোর জন্য সরকার এনসিডিপি মার্কেট নির্মাণ করেছেন। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা ভাড়ার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করেন। যার আয় উন্নয়ন খাতে জমা হওয়ার কথা। কিন্তু ওই মার্কেট দীর্ঘদিন যাবৎ মেয়র তার মনোনীত ব্যক্তিকে সাইকেল, মোটরসাইকেল গ্যারেজ ও গোডাউন হিসেবে ভাড়া দিয়ে অর্থ আয় করেছেন। এসব অর্থ উন্নয়ন খাতে জমা হয় না।

এছাড়া পৌরসভায় বিএমডিএফ’র প্রায় ৬ কোটি টাকা অর্থায়নে পৌর সুপার মার্কেট নির্মাণ হয়। গত ৭ বৎসর অতিবাহিত হলেও দ্বিতল ভবনের প্রায় শতাধিক ঘর কোন রেজুলেশন ও নিয়ম, নীতি ছাড়া বরাদ্দের মাধ্যমে ৩ কোটি টাকা আত্মসাত করেন। পৌরসভার কোষাগারে কোন টাকা জমা করেননি মেয়র।

এসব অনিয়মের তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি জানান কাউন্সিলররা। তবে পৌর মেয়র শহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়