স্টাফ রিপোর্টার: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শাহজামাল নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। শাহজামাল শেরপুর উপজেলার আদমজামুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, তারা জানতে পেরেছেন, অস্ত্র মামলায় শাহজামাল ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে বগুড়া কারাগারে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন।
বগুড়া কারাগার সূত্র জানায়, কিডনীজনিত সমস্যা ছিল শাহজামালের। গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷এরপর আজ বুধবার (২৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।