নাটোর সদর ও পৌর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ধাক্কাধাক্কি, সভা স্থগিত

প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৩, ১১:২৬ রাত
আপডেট: জানুয়ারী ২৫, ২০২৩, ১১:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে সরকারি এনএস কলেজ অডিটোরিয়ামে নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উভয় নেতা সভাস্থলে উপস্থিত হওয়ার পর তাদের সমর্থকরা সভা আহবানের বৈধতা নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় লাঞ্ছিত হন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলুসহ বেশ কয়েকজন।

পরে পুলিশের মধ্যস্থতায় সভা শুরু হলেও সংঘাতের আশঙ্কায় বিদেশে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির নির্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সভা স্থগিত করে সমর্থকদের নিয়ে বিক্ষোভসহ এলাকা ত্যাগ করেন। তবে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা সভা চালিয়ে যান। এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু জানান, তারা সভা স্থগিত করেননি। তার সভাপতিত্বে তাদের সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়