স্টাফ রির্পোটার : বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শঙ্কর (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জলেশ্বরীতলায় এই দুর্ঘটনা ঘটে। সে শহরের নাটাইপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাহিনুজ্জামান।
তিনি জানান, শহরের ওই এলাকায় বেসিক রিয়েল এস্টেটের বগুড়া সিটির নির্মাণাধীন সাততলা ভবনের নিচতলায় কাজ চলছিল। নিচতলায় শ্রমিকেরা দেয়াল ভাঙার এক পর্যায়ে বিম ধসে পড়ে। এসময় সেই বিম শ্রমিক শংকরের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।