আক্কেলপুরে পাখির গ্রাম পুন্ডুরিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৩, ১০:২৭ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০১, ২০২৩, ১০:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: দেশি ও বিদেশি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রাম। পাখিদের কিচির মিচির ডাকে ভোরে ঘুম ভাঙে এখানকার গ্রাম বাসীদের। আর প্রতিদিন এসব পাখি দেখতে আসেন আশে পাশের এলাকার  মানুষ। তাই এই গ্রাম পাখির গ্রাম হিসেবে  সাধারণ মানুষের কাছে পরিচিত।

স্থানীয় সূত্রে  জানা গেছে, প্রায় ষাটের দশক থেকে এই গ্রামের আঃ রশিদের পুকুর পাড়ের গাছে বাসা বাঁধে দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখি। গ্রামটি মনোরম সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ হওয়ায় গাছে গাছে গড়ে উঠেছে দেশি-বিদেশি পাখিদের অভয়ারণ্য। আর এসব পাখিরা গাছে ডিম থেকে প্রজনন করছে বাচ্চাও। থাকছে দল বেঁধে এক সঙ্গে। পাখির মধ্যে রয়েছে শামুকখোল, বক, আতচোরা, পানকৌড়ি, বাদুর ও হারগিলা।

এসব পাখি দেখতে আসা মানুষরা যেমন আনন্দ পাচ্ছেন তার চেয়ে বেশি আনন্দিত গ্রামবাসী। পাখি দেখতে আসা দর্শনার্থী দেলোয়ার হোসেন বলেন, এই গ্রামে পাখিদের বসবাসের কথা অনেকদিন থেকে শুনছি। তাই আজ দেখতে এসেছি। পাখিদের ডাক শুনতে ও উড়ানো দেখতে ভাল লাগছে।

স্থানীয় রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার বলেন, এই পাখিগুলো সরকারি ভাবে সংরক্ষণ করা হলে জয়পুরহাট জেলায় এটি একটি গুরুত্বপূর্ণ পাখির অভয়ারণ্য গ্রাম হিসেবে গড়ে উঠবে। বছরের প্রতিদিনই এখানে বিভিন্ন জাতের পাখি থাকে। বিশেষ করে শীতের মধ্যে বেশি পাখি থাকে। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে অতিথি হিসেবে পাখিগুলো আসে। এই পাখিগুলো দেখতে এই এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় দর্শনাথীরা দেখতে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদ হোসেন জানান, এই গ্রামে প্রায় ২০ হাজার দেশি-বিদেশি পাখি বসবাস করে। পাখিগুলো যাতে বিলুপ্ত না হয় সেজন্য প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়