মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ট্রাকের হেলপার এবং অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে ভ্যানচালক মিলন মিয়া (২৪)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ত্রিশাল উপজেলার বৈলর বাজারসংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে আরেকটি ভ্যানগাড়ির ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই চলন্ত ট্রাকের হেলপার ও ভ্যানচালক মিলন মিয়া মারা যান এবং আরও তিনজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।