স্টাফ রিপোর্টার : স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। এ নির্বাচনে বগুড়া সদর (তৎকালীন বগুড়া-৯, বর্তমানে বগুড়া-৬) আসনে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা, ভাষা সৈনিক, ৬ দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. হাশেম আলী খান জাহেদী। সেই ১৯৭৩’র পর বাংলাদেশে আরও ১০টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সদর আসনে একাধিক উপ-নির্বাচনও হয়েছে কিন্তু তারপর এই আসনে আওয়ামী লীগ থেকে আর কেউ জয়লাভ করতে পারেনি। তবে ওই নির্বাচনের ঠিক ৫০ বছর পর গত বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় উপ-নির্বাচনে সেই আসনটি পুনরুদ্ধার করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
প্রকাশ থাকে যে, ১৯৮৪ সালে বৃহত্তর বগুড়া থেকে জয়পুরহাট মহকুমা জেলায় রূপান্তরিত হলে বগুড়ার সংসদীয় আসন ৯টি থেকে কমিয়ে ৭টি করা হয়। তবে এর আগে বগুড়া-৯ আসনে ১৯৭৩ সালের নির্বাচনে হাশেম আলী খান জাহেদী এবং ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র এস এম ফারুক নির্বাচিত হন। অপরদিকে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৬ (তৎকালীন বৃহত্তর সারিয়াকান্দি) আসনে এস এম সিরাজুল ইসলাম সুরুজ এবং দ্বিতীয় সংসদে নির্বাচিত হন ওয়াজেদ হোসেন তরফদার।
কিন্তু আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দৈনিক করতোয়ার প্রকাশিত ‘দীর্ঘ ৫০ বছর নৌকার দখলে বগুড়া সদর’ সংক্রান্ত সংবাদের শিরোনামসহ বিবরণে ভুলবশতঃ হাশেম আলী খান জাহেদীর পরিবর্তে এসএম সিরাজুল ইসলাম সুরুজ ছাপা হয়েছে। একই সঙ্গে এই আসনে দ্বিতীয় নির্বাচনে এসএম ফারুকের পরিবর্তে ওয়াজেদ হোসেন তরফদারের নাম ছাপা হয়েছে। অনাকাঙ্খিত ক্রটির জন্য আমরা দুঃখিত। বা.স.
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।