রায়গঞ্জে ভুট্টার বাম্পার ফলন

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গত বছরের চেয়ে এবছরের আবাদি জমিতে ভূট্টা চাষাবাদ বেশি হওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে রায়গঞ্জ পৌর এলাকার প্রামাণিক পাড়া, চান্দাইকোনা ইউনিয়নের সিমলা, কোদলা, তবারিপাড়া, দাতিয়াদিঘর, ধামাইনগর, নলকা ইউনিয়নের নলকা এরান্দয়, ব্রহ্মগাছা ইউনিয়নের কুটারগাঁতী, বামনভাগ, চক মোহনবাড়ী, বুধারগাঁতী, চরব্রহ্মগাছা ও পাঙ্গাসী ইউনিয়নে স্থানীয় কৃষকরা আবাদি জমিতে এবছরে ভূট্টা চাষ বেশি করেছে।

এবিষয়ে ধানগড়া ইউনিয়নের চরতেলিজানা, নিশ্চিন্তপুর ও বেতুয়া গ্রামের হাসান আলী, আশরাফ আলী, ছানোয়ার হোসেন, শাজাহান আলী, আব্দুর রহিম, আজিবর রহমান ও ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ, কুটারগাঁতী, চকমোহনবাড়ী, বুধারগাতী গ্রামের কৃষক মিন্টু খান, বাবুল খান, বাচ্চু খান, রেজা খান, আ: রফিক ও চান্দাইকোনা ইউনিয়নের তবারিপাড়া, সিমলা, চান্দাইকোনা গ্রামের আনোয়ার হোসেন, জাকির হোসেন জানান গত বছরে আমরা ভূট্টা চাষে ভালো ফলন পাওয়ায় এবছরে চাষাবাদ বেশি করেছি।

উপজেলার চান্দাইকোনা হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রবিন ঘোষ  জানান, গত বছরের শেষ দিকে ১২শ’ টাকা মণ দরে ভুট্টা ক্রয় বিক্রয় করে বাজারজাতকরণ করেছি। এবছরে এখনো ভুট্টা বাজারে আসেনি তবে রায়গঞ্জসহ অন্য জায়গার কোম্পানিগুলোতে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে অন্য স্থান থেকে ভুট্টা সংগ্রহ করে আমরা কোম্পানির সাথে চুক্তি ঠিক রাখছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুর রউফ জানান গত ২০২০-২১ অর্থ বছরে এ উপজেলায় ভূট্টা চাষাবাদ হয়ে ছিলো ২শ’ ৪০ হেক্টর আবাদি জমিতে। চলতি ২০২২-২৩ অর্থ বছরে এ মৌসুমে ৪শ’ ৪৮ হেক্টর আবাদি জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। তাই বলতে পারি গত বছরে চেয়ে এবছরে ভুট্টা চাষ দ্বিগুণ হয়েছে। আর এই ভুট্টা চাষে কৃষক লাভবান হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়