সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৭:৩০ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৭:৩০ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী রসুলপুর গ্রামে পল্লী  বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে একটি বাড়ির প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক শাহিন আলম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব ফজরের আযান দেয়ার জন্য ওই বাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার পথে বাড়ির টিনের চালে আগুন দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জানতে পারেন।

তাৎক্ষণিক মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ওই বাড়ির লোকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ও পুকুরে সেচ পাম্প সেট করে প্রায় পৌনে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই জনতা  আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় কোন মানুষ হতাহত হয়নি। স্থানীয় লোকজন জানান দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের সংবাদ পেয়ে রাস্তা থেকে ফিরে গেছে।  ভয়াবহ অগ্নিকান্ডে ওই দোতলা মাটির বাড়ির ওপর তলার চারটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ঘরে থাকা বিপুল পরিমাণের কাঠের আসবাবপত্র, টাকা পয়সা, কাপড়-চোপড় জমিজমার দলিলপত্র ও বেশ কয়েকটি আম বাগান লীজের চুক্তিপত্র স্ট্যাম্প পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ঘরে রাখা পবিত্র আল কোরআন মাজিদ অক্ষত অবস্থায় পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের দাবি অগ্নিকান্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়