পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শাহিন আকন্দ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর সরকারপাড়ার মৃত মফিজল আকন্দের ছেলে। আজ শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) ভোর রাতে ওই মাদক সম্রাট নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল বর্ণিত মাদক ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
এসময় টিন শেডের উত্তর দুয়ারি ঘর থেকে ৫ কেজি গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ৮শ’ ২০ টাকা উদ্ধার হয়। পরে মাদক সম্রাট শাহিন আকন্দকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।