হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৮:৪২ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৮:৪২ রাত
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মোটরের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার সাধুরিয়া গ্রামের ইয়াাদ আলীর ছেলে এবং হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, আল-আমিন বাড়ির পাশে অবস্থিত পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় গুরুতর আহত হয় আল আমিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি আবু সায়েম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়