মফস্বল ডেস্ক : পিরোজপুর সদর উপজেলায় বসতঘরে লাগা আগুনে পুড়ে সোহেল হাওলাদার (২৮) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সোহেল হাওলাদার পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
মৃতের বড় ভাই নাসির উদ্দিন জানান, তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে জানান তার ভাইয়ের ঘরে আগুন লেগেছে। পরে তিনি ডাক-চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরে থাকা সোহেলকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুর রশিদ হক জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে আটকা একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।