সন্ধান মেলেনি এখনও
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের কাহাবামান মারাশ শহরে নিখোঁজ বাংলাদেশী শিক্ষার্থী গোলাম সাইদ রিংকুর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই গ্রামে। তার বাবার নাম গোলাম রব্বানীর। রিংকুর ছোট ভাই গোলাম রসুল রিফাত বলেন, তার বড় ভাই রিংকু ২০১১ সালে গাবতলীর কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
তারপর বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাশ করার পর তুরস্কে চলে যান। সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করেন। এর মধ্যে তার ভাই রিংকু ২০১৭ সালে দেশে এসেছিলেন।
রিফাত আরও বলেন, গত রোববার ভুমিকম্পে তুরস্কের ওই শহরে তার ভাই রিংকু ও নূরে আলম নামে আরেকজন যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে।
নূরে আলম ভবন থেকে বের হয়ে আসতে পারলেও তার ভাই রিংকু খোঁজ মেলেনি। কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ভূমিকম্পের পর থেকে তিনি নিখোঁজ, তার ব্যবহারিত মোবাইলসহ সকল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। রিংকু তুরস্কের কাহাবামানমারাশ শহরে একটি ফ্লাটে থাকতো। তার নিখোঁজের খবর শুনে বাড়িতে চলছে শোকের মাতন। রিংকুর খবর শুনে সহানুভুতি জানাতে বহু মানুষ আসছে তার বাড়িতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।