সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর, একটি গরুসহ দুটি পরিবারের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ দোলাপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম ও মৃত শহিদুল ইসলামের ছেলে পলাশ ইসলামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন রফিকুল ও তার প্রতিবেশী পলাশ বাড়িতে তালা দিয়ে বেড়াতে যান। উল্লেখিত সময় এলাকাবাসী রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেখতে পান। তারা আগুন নেভাতে এগিয়ে আসেন। কিন্তু এর মধ্যে আগুন পাশের শহিদুল ইসলামের বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে আসেন। তাদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রফিকুল ইসমাম বলেন, বাড়িতে তালা দেওয়া ছিল। জানি না কিভাবে আগুন লাগল। অগ্নিকান্ডে গোয়ালঘরে থাকা একটি গাভীসহ তিনটি বসতঘর বিশিষ্ট বাড়ির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ ক্ষতি হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।