লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত সাদের (৪) মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাটগ্রামের জুমারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের কৃষক সাইদ আলম শিমুলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিংকি পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস পাটগ্রামের জুমাপাড় এলাকায় পৌঁছলে সাদ দৌড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এসময় বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গুদামে ঢুকে পড়ে।
স্থানীয়রা আহত সাদকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, বাসটি জব্দ করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে মামলা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।