গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয় চাষাবাদ শুরু হয়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় এলাকায় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাহিদ তামান্না সভাপতিত্বে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, গঙ্গাচড়া উপজেলায় এবছর ১০ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় এলাকার ৫০ একর জমিতে স্থানীয় ৮৬ জন কৃষক মাটি ভর্তি ট্রে-তে বপন করছে হাইব্রিড ময়নাজাতের ধানবীজ। সমলয় চাষাবাদে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে বীজ বপন করা হয়েছে।
এতে ৩:২ অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর বীজ ছিটিয়ে পুনরায় অর্ধেক মাটি ও গোবর মিশ্রণ দিয়ে সমতল জায়গায় রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। বীজতলা তৈরির ৩ দিনের মধ্যে অঙ্কুর বের হয়ে যায়। ২০-২৫ দিনের মধ্যে চারা উৎপাদন করা যায়। পরবর্তীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ শুরু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় এবারে এই উপজেলায় ১৫০ বিঘা জমিতে হাইব্রীড ময়নাজাতের বোরো ধান রোপণ করা হচ্ছে। ৪ হাজার ৫শ’ ট্রে-তে হাইব্রীড ধানের বীজতলা লাগানো হয়েছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষে অর্থের অপচয় কম ও সময় সাশ্রয় হয়। রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বপন, রোপণ, কর্তন ও কর্ষণ সবগুলো হচ্ছে যান্ত্রিকভাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।