আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১শ ৫০ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে সান্তাহার ইয়ার্ড কলোনী হার্ভে স্কুলের পাশে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাতেমা বেগম সান্তাহার ইয়ার্ড কলোনী ৫নং ওয়ার্ডের রায়হান আলীর স্ত্রী। এ ব্যাপারে আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে মাদক ব্যবসায়ি ফাতেমা বেগমের ইয়ার্ড কলোনী বাসায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ফাতেমা বেগমের হেফাজতে রাখা একশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।