তিন বন্ধু গ্রেফতার

বগুড়ায় ৪শ’ টাকার জন্য কলেজছাত্র খুন (ভিডিওসহ)

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৩, ০৩:২০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৩, ০৬:০৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় কলেজ শিক্ষার্থী রিয়াজ খুনের রহস্য উন্মোচিত। মাত্র ৪শ’ টাকার রিয়াজকে গলাকেটে হত্যা করে তিন বন্ধু। গত সোমবার রাতে ওই তিনবন্ধুকে  গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। নিহত কলেজ ছাত্র রিয়াজ উপজেলার পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়া ছেলে এবং শেরপুর কলেজের একাদশ  শ্রেণির শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে  প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। গ্রেফতার তিনজন হলো,শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার, ঝালোপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহমুদুল ও রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহান।

উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে রিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান,গ্রেফতার হওয়া রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকায় থাকার সুবাদে একে অপরের বন্ধু ছিল। তারা একসাথেই ঘোরাফেরা করতো।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তিন বন্ধু পুলিশের কাছে স্বীকার করে যে, রিয়াজের ৪শ’ টাকা পাওনা ছিল কাউছারের কাছে । টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে  রিয়াজের সাথে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪শ’ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেয় এবং নিজেও কাউছারের সাথে মারমুখি আচরণ করে।

এতে  কাউছার  ক্ষুদ্ধ হয়ে  অপর বন্ধুদের সাথে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করে। পরে  তারা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করে। তিনি আরও জানান গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়