আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর মেঘা ও নুহার জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ১০:৫১ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ১০:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২০ এর সাধারন নৃত্যে ‘গ’ শাখায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর নৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিচালনায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন  করেছে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর নৃত্য বিভাগের নৃত্য শিক্ষার্থী মার্জিয়া সুলতানা মেঘা ও ‘খ’ শাখায় কথক নৃত্যে নওশীন সাইয়ারা নুহা তৃতীয় স্থান অর্জন করে।

গত ২৯ জানুয়ারি-জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২০ ও  ২০২১ সালের জাতীয় পর্যায়ে বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। মার্জিয়া সুলতানা মেঘা ও নওশীন সাইয়ারা নুহার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর প্র্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, ঋদ্ধ সৃজনের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান সুরুজ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল বেপারী, সহ-সাধারণ সম্পাদক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক রেবেকা সুলতানা মৌসুমী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়