গোদাগাড়ীতে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:২৩ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০২:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে কিশোরী ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৪৫) নামে একজন গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের এনায়েতুল্লাপুর গ্রামের ২১ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে মিজানুর রহমান। ওই কিশোরীর মা বুধবার রাত ৯টার দিকে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করে। মিজানুর রহমান এনায়েতুল্লাপুর গ্রামের এরফান আলীর ছেলে। তার স্ত্রী ও সন্তান রয়েছে। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মিজানুর রহমান কিশোরীকে ধর্ষণ করছে বলে পুলিশকে জানিয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়