চিরিরবন্দরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ১০:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে স্কুলছাত্র মিরাজুল ইসলাম মিরাজকে (১৪) গলা কেটে হত্যাকান্ডের ঘটনায় তার দুই বন্ধুকে আটক করেছে থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মিরাজের বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় গত ১৫ মার্চ বুধবার চিরিরবন্দর থানা পুলিশ মিরাজের দুই বন্ধু আসিফ ইসলাম (১৬) ও লিটন ইসলাম (১৬) কে আটক করে। আসিফ ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের হবিবর রহমানের ছেলে ও লিটন ইসলাম একই ইউনিয়নের নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আজিপাড়ার কাছে সেচ পাম্পসংলগ্ন বুড়িরস্থান এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। জনৈক পথচারী মিরাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই মিরাজের মরদেহ উদ্ধার করে এবং গত ১৫ মার্চ বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে ওইদিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে মিরাজের দাফন সম্পন্ন হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিহত মিরাজ আসামি আসিফ ইসলামের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জের ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ১৪ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে আসামি আসিফ তার মোবাইল ফোন দিয়ে মিরাজকে কৌশলে ডেকে নেয় এবং মিরাজের বাইসাইকেলযোগে ৩ জন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে ৯টায় বা মধ্যবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে এবং নির্জন স্থান নিশ্চিত করে আসিফের নির্দেশে লিটন পিছন থেকে মিরাজের গলায় ছুরিকাঘাত করলে মিরাজ বাইসাইকেল থেকে মাটিতে পড়ে যায়। এসময় মিরাজের মৃত্যু নিশ্চিত করার জন্য লিটন গলায় চাকু দিয়ে আরো আঘাত করে। এতে মিরাজের মৃত্যু নিশ্চিত হলে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি পাশের ভূট্টাক্ষেতে ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তারা তাদের পরিহিত কাপড়গুলো খুলে বাড়ির পাশে ময়লাস্তুপে ফেলে দেয়। নিহত মিরাজের মোবাইল ফোনটি সুইচ অফ করে আসিফ তাদের বাড়িতে রেখে দেয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আরো অধিকতর তদন্ত করা হচ্ছে। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়