মাগুরার কালীশংকরপুরে যুবক খুন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:৩০ বিকাল
আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৬:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে আরিফুল নামে এক যুবক নিহত হয়েছে। সে হাসান মাতবরের ছেলে। এলাকার আধিপত্যবিস্তার নিয়ে চলমান বিরোধের জেরে আরিফুলকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরবর্তীতে সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যাক্তি আহত ও বাড়িঘর লুটপাট করা হয়।

জানা যায় আরিফুল সারারাত মাছ ধরে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার ভোররাতে প্রতিপক্ষের লোকেরা হামলা করে তাকে খুন করে। তাদের জমিজমা নিয়ে গোলযোগ ছিল। তারই সুত্র ধরে খুন করে গরু চুরির অপবাদ দেয়া হচ্ছে বলে জানান, আরিফুলের স্বজনরা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়