রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে নির্মাণাধীন ভবনের ভেতরে বালুচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়ায় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মুক্তি মহিলা সমিতির নৈশ প্রহরী মো. রিপন বলেন, ‘সকাল ৭টার দিকে নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে বালুচাপা দেওয়া লাশ দেখতে পাই। পরে আমি আমার অফিসের কর্মকর্তাদের জানাই।’
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে, গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বয়স আনুমানিক ২৫ বছর হবে। পরিচয় এখনও পাওয়া যায়নি। পিবিআই ও সিআইডি আঙুলের ছাপ নেওয়ার পর ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।