নারায়ণগঞ্জ প্রতিনিধি : যদি কেউ পছন্দের থাকে তাহলে তাকে কীভাবে বিয়ে করতে হবে সেই পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ে বক্তব্যের শেষ পর্যায়ে এক স্কুলছাত্রকে তিনি এ পরামর্শ দেন। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিন বিকেলে কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়েছিলেন শামীম ওসমান।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র হাত উঁচিয়ে বলে, ‘খেলা হবে স্লোগান আরেকবার হবে।’ এ বিষয়টি দৃষ্টিগোচর হয় শামীম ওসমানের। তিনি স্কুলছাত্রকে ডাক দিয়ে সামনে আসতে বলেন। পরে তাকে ডাক দিয়ে স্টেজে তোলা হয়। এ সময় স্কুলছাত্রকে মাইকে বলতে বললে ছাত্রটি খেলা হবে স্লোগান দেওয়ার কথা জানায়। শামীম ওসমান ওই ছাত্রের শ্রেণি জানতে চাইলে সে জানায়, ‘ক্লাস টেন’।
পরে শামীম ওসমান ওই ছাত্রের উদ্দেশ্যে বলেন, ‘বান্ধবীটান্ধবী আছে এখানে?’ ছাত্রের হ্যাঁ সূচক মন্তব্যের পরে জানতে চান, ‘ডানে-বামে নাকি পেছনে আছে?’ ছাত্রও দুষ্টামির ছলে বলে, ‘পুরো মাঠেই আছে।’ পাল্টা প্রশ্ন করে সংসদ সদস্য বলেন, ‘এটা জিজ্ঞেস করেনি, ওইখানে আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেছোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইতো।’
এরপর শামীম ওই স্কুলছাত্রকে পরামর্শ দিয়ে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পারে হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলবো? খেলা হবে, খেলা হবে। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’
কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, আসলে ছাত্র-ছাত্রীদের প্রতি আদর ভালোবাসা জানাতে গিয়ে তিনি এ কথাটা বলেছেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বক্তব্য রাখতে অনেক কথাই বলেছেন। ছাত্র-ছাত্রীদের মা-বাবার কথা শোনার কথা বলেছেন। বর্তমানে অনেকেই আত্মহত্যা করে থাকে। এটা যেন না হয় তাই আবেগপূর্ণ পরিবেশে ঠাট্টার ছলে এ কথাটা বলেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।