কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:১৮ বিকাল
আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৭:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে চাঁন মিয়া (৫৫) নামের এক আসামির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ হাবিবউল্লাহ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত চাঁন মিয়া সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের মৃত আমির আলির ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, যৌতুকের জন্য স্ত্রী জোসনা বেগমকে (৫০) বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন চাঁন মিয়া। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জোসনা বেগম, তার বড় বোন আনোয়ারা বেগম (৫৫) এবং বড় ভাই দুলালের স্ত্রী জোসনা (৪৮) অটোরিকশাযোগে বাবার বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় তাদের পথরোধ করে ধারালো ছুরি দিয়ে জোসনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন চাঁন মিয়া।

প্রাণ বাঁচাতে জোসনা বেগম দৌড়ে জনৈক ওয়াজেদ মিয়ার বাড়ির উঠানে গিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। এসময় জোসমা বেগমের বড় বোন ও ভাবির চিৎকারে মানুষজন ছুটে এলে আসামি চাঁন মিয়া পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলাল মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁন মিয়াকে মৃত্যুদন্ড দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়