আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যবলেটসহ নাঈম মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘির মুরইল গ্রামের লয়েজ মন্ডলের ছেলে। গত বুধবার সন্ধ্যায় কোলাদীঘি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে উপ পরিদর্শক প্রদীপ কুমার বাদি হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউপির কোলাদীঘি পুশিন্দা গ্রামে মাদক বেচাকেনা করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে কোলাদীঘি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়ির সামনে রাস্তা থেকে নাঈম হোসেনকে গ্রেফতার ও তার কাছে বিশেষ কায়দায় রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।