আদমদীঘির কুন্দগ্রাম  বাজারে দোকানে চুরি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৯:০০ রাত
আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৯:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কুন্দগ্রাম বাজারে এক দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরচক্রটি গোপাল পান স্টোর দোকান ঘরের ছাউনির টিন ফুটা করে ঘরে ঢুকে টাকা, সিগারেট ও সয়াবিন তেলসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

কুন্দগ্রাম বাজারের গোপাল পান স্টোরের দোকানী গোপাল চন্দ্র দেবনাথ জানায়, গত বুধবার সারাদিন বেচাকেনা করে রাত সাড়ে ৯টায় দোকান ঘরের দরজা বন্ধ করে বাসায় যান। পরদিন আজ বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ঘরের দরজা পাল্লা খোলা। পরে খোঁজ নিয়ে দেখা যায় চোরেরা দোকান ঘরের ছাউনির টিন ফুটা করে ঘরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে ১০ হাজার টাকা, বিভিন্ন কোম্পানীর সিগারেট, সয়াবিন তেলসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়