আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘিতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় শামিম হোসেন ওরফে আনোয়ার (৩৪) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পুর্ব ঢাকারোড পশ্চিম সিংড়া এলাকা থেকে পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এব্যাপারে মোটরসাইকেলের মালিক মৎস্য ব্যবসায়ী আদমদীঘির উজ্জলতা গ্রামের সিরাজুল ইসলাম তালুকদার ডালুর ছেলে রাকিবুল ইসলাম তালুকদার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘির সান্তাহারে মৎস্য আড়ৎ-এর সামনে মৎস্য ব্যবসায়ী রাকিবুল ইসলাম তার পালসার মোটরসাইকেলটি রেখে পাশে একটি পুকুরে কাজ করার জন্য যায়। এসময় চোর চক্রের সদস্য শামিম হোসেন ওরফে আনোয়ার হোসেন মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাবার সময় পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় আদমদীঘির পুর্ব ঢাকারোড় পশ্চিম সিংড়া নামকস্থানে মোটরসাইকেলসহ শামিম হোসেনকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালকে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।