বগুড়ায় হোটেল ড্রীমপ্যালেস থেকে নারীসহ গ্রেফতার 

মানব পাচার আইনে মামলা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৯:২৫ রাত
আপডেট: মার্চ ১৭, ২০২৩, ০৫:৪১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ড্রীম প্যালেস নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জন নারীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে হোটেল মালিক রাসেলসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় জরুরীসেবা ৯৯৯ ফোন পেয়ে গত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদর থানার পুলিশের একটি টিম শহরের উপকন্ঠে ধরমপুর এলাকায় ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জন নারী ও ৩ জন যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায় গ্রফতারকৃতরা হলো, সুইটি (২৩), বর্ষা (২৬), বৃষ্টি (২২৪), পুজা আচার্জ (২২), বৃষ্টি খাতুন (২৩), উজ্জল মিয়া (২৪), রিপন মিয়া (২৫) ও ফারুক শেখ (২৫)। পরে থানায় তারাসহ হোটেল মাালিক ইমাম রাসেল (৪০), ম্যানেজার এমদাদুল হক মিলন (৩৮), কেয়ারটেকার মহিদুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। তবে হোটেল মালিক ইমাম রাসেল ও ম্যানেজার এমদাদুল হক মিলন পলাতক রয়েছে। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আবাসিক হোটেলের আড়ালে পতিতাবৃত্তি ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানোয় তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়