-জেলা প্রশাসক, বগুড়া
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার স্বপ্ন দেখছেন। আজকের শিক্ষার্থীদের মাঝেই লুকিয়ে আছে সেই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে ফিজিক্যাল ফিটনেস অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে ৮৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, দৈনিক করতোয়া’র বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মদলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী মন্ডল।
বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে’র প্রশংসা করে প্রধান অতিথি আরও বলেন, সরকারি স্কুলগুলোতে যে ভালো লেখাপড়া হয়, তা শিক্ষার্থী ভর্তির চাপ থেকেই বোঝা যায়। এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে লেখাপড়ার পাশাপাশি স্মার্ট নাগরিক গড়ে তুলতে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধে সচেতন হতে হবে।
দিনব্যাপি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, ডা. এনামুল হক জোয়ারদার, সমাজ সেবক মিজানুর রহমান শামীম জায়দার, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি,অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।