জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষে বগুড়া জেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে জেলা পরিষদ চত্বরে দিনব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৯টায় জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে দোয়া মাহফিল ও কেককর্তন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় একাডেমিক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৯টায় শজিমেক হাসপাতাল শিশু ওয়ার্ডের ৫ম তলায় কেককাটা ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, সকাল সাড়ে ৯টায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান, পৌণে ১০টায় বহিঃবিভাগের সামনে থেকে যৌথ র্যালি এবং সকাল ১০টায় সামিয়া ইসলাম গ্যালারিতে আলোচনা সভা, শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র কর্মসূচির মধ্যে রয়েছে। সকাল সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৯টায় শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, ১০টায় কেককাটা, সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘হাসিনা : এ ডটার’র টেল’ শীর্ষক চলচিত্র প্রদর্শন এবং দুপুর ১২টায় চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।